Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: স্টার নিউজ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়া শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে শহরের মজমপুর গেটে সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ ও আপ বাংলাদেশের নেতারাসহ সমমানা দলের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।

কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যার পর ১৫ দিন পার হয়ে গেলেও সরকার খুনিদের ধরতে পারেনি। হাদি ঢাকা-৮ আসন থেকে ভোট করতে চেয়েছিলেন। এই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একটি চক্র নির্বাচিত ভণ্ডুল করার উদ্দেশ্যে হাদিকে নির্মমভাবে হত্যা করেছে।

তারা অবিলম্বে হাদির খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি দাঁড় করবার দাবি জানান।

সম্পর্কিত খবর :