জয়পুরহাটে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার ঢাকারপাড়া এলাকায় ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ইয়ানুর স্থানীয় যুবদল কর্মী বলে জানিয়েছে তার পরিবার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড় এলাকায় ছুরিকাঘাত করে জখম করা হয় ইয়ানুরকে। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে বিক্ষুদ্ধ স্থানীয়রা।
নিহত যুবক পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি করছেন স্থানীয়রা।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই এলাকার মোস্তফার বাড়ি ও খরের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে।
পাঁচবিবি থানার কর্তব্যরত ডিউটি অফিসার এ এসআই নুরুন নবী জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।