নারায়ণগঞ্জে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল নারীর
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্না ঘরে আগুন পোহানোর সময় পরিধেয় কাপড়ে আগুন লেগে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের স্ত্রী।
এর আগে গত শনিবার বিকেলে নিজ রান্না ঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন নিহত আনোয়ারা বেগম। সে সময় অসাবধানতা বশত তিনি তার পরিধেয় কাপড়ে আগুন লেগে গিয়ে মারাত্বকভাবে দগ্ধ হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আগুন পোহানোর সময়ে দগ্ধ হয়ে একজন নারী গুরুত্বর অগ্নিদগ্ধ হয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।