পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
ঘাট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিটিসি) ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, রাত ২টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। পরে রাত ৩টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে দুটি ফেরি নোঙর করা রয়েছে।