ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট অচল করে দিলো ইরান
প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ও জিপিএস সিগন্যাল ব্যাহত করার মাধ্যমে স্টারলিংকের আপলিংক–ডাউনলিংক ট্র্যাফিকের ৮০ শতাংশের বেশি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফোর্বস।
টাইমস অব ইসরায়েল জানায়, ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমোদন নেই এবং এটি অবৈধ।
ফোর্বস প্রতিবেদক সাইমন মিগলিয়ানো জানিয়েছেন, এই ধরনের ‘কিল সুইচ’ পদ্ধতির খরচ অত্যন্ত বড়- এই ইন্টারনেট শাটডাউনের ফলে প্রতি ঘণ্টায় ইরানের অর্থনীতিতে প্রায় ১৫ লাখ ডলারের ক্ষতি হচ্ছে।
ফোর্বস আরও জানিয়েছে, ইরানে হাজার হাজার স্টারলিংক ইউনিট থাকলেও, ব্ল্যাকআউটের কারণে সেগুলোর কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে ৮০ শতাংশরও বেশি ট্র্যাফিক সমস্যায় পড়ে।
প্রযুক্তিবিদরাও নিশ্চিত করছেন যে, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে স্টারলিংকের সেবা ব্যাহত হচ্ছে।