Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (২০ ডিসেম্বর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি জানান।

তিনি বলেন, ‘এ হত্যার ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বানের পাশাপাশি ফেব্রুয়ারির নির্বাচনের আগে শান্তি ও সংযম বজায় রাখারও আহ্বান জানিয়েছেন গুতেরেস।’

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবর :