বাবা-মায়ের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে কিম জং উনের মেয়ে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে জু এ প্রথমবারের মতো প্রকাশ্যে বাবা-মায়ের সঙ্গে রাষ্ট্রীয় সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি প্রকাশিত ছবিতে বাবা ও মায়ের মাঝখানে জু একে দেখা যায়। যাকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ছবিতে দেখা যায়, নববর্ষের দিন কিম জং উন তার স্ত্রী রি সল জু ও কন্যা জু একে সঙ্গে নিয়ে কুমসুসান সূর্য প্রাসাদে যান। সেখানে তারা দেশটির সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। মূল হলে জু একে বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত তিন বছরে জু এ’র উপস্থিতি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমেই বাড়ছে। এ কারণে বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, জু এ-ই হতে পারেন উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেতা।