Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বিক্ষোভে নিহতের সংখ্যা ২০০০ ছাড়াল: ইরানি কর্মকর্তা

ইরানের তেহরানে মুদ্রার রেকর্ড দরপতন ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ | ছবি: রয়টার্স
ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয় পক্ষই রয়েছে। তবে তিনি নিহতদের আলাদা কোনো পরিসংখ্যান বা বিস্তারিত কোনো তথ্য দেননি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভের ক্ষেত্রে দ্বৈত দৃষ্টিভঙ্গি গ্রহণের চেষ্টা করেছে। তারা অর্থনৈতিক সমস্যার প্রতিবাদকে বৈধ বলে অভিহিত করেছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। অজ্ঞাত ‘সন্ত্রাসীরা’ সাধারণ জনগণের বিক্ষোভকে ছিনতাই করেছে বলে দাবি করেছে তেহরানের শাসকগোষ্ঠী।

এর আগে, আন্তর্জাতিক এক মানবাধিকার সংস্থা ইরানের বিক্ষোভে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছিল। একই সঙ্গে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তারের তথ্যও জানায় সংস্থাটি।

সম্পর্কিত খবর :