পবিত্র কোরআন হাতে শপথ নিলেন নিউয়র্কের মেয়র মামদানি
ইংরেজি বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। এ সময় তার হাতে ছিল পবিত্র কোরআন শরীফ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ম্যানহ্যাটনের পুরোনো সিটি হলের একটি সাবওয়ে স্টেশনে প্রথম মুসলিম মেয়র হিসেবে এই ঐতিহাসিক শপথ নেন তিনি।
জোহরান মামদানি শপথ নিয়ে বলেন, ‘এটি সত্যি আমার জন্য সম্মানের।’
এ সময় মামদানির পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জোহরান মামদানির কার্যালয় থেকে জানানো হয়, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। শপথ অনুষ্ঠান সাদাসিধে রাখায় এর প্রতিফলন ঘটেছে।
আগামীকাল শুক্রবার মামদানি নিউইয়র্ক শহরের আরেকটি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তার হাতে থাকবে দাদা ও দাদির কাছ থেকে পাওয়া কোরআন।
নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।