Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নৌ ড্রোন হামলায় রুশ সাবমেরিন অচলের দাবি ইউক্রেনের

ছবি: সংগৃহীত

রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে নোঙর করা একটি রুশ সাবমেরিনে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, পানির নিচে চলাচলকারী ‘সি বেবি’ নামের নৌ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।

এসবিইউর দাবি, হামলায় সাবমেরিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে কার্যত অচল। সাবমেরিনটি ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত ‘কালিব্র’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ছিল বলে জানানো হয়েছে।

ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক বলেন, এই অভিযান নৌযুদ্ধে একটি নতুন মোড় নির্দেশ করে। তার দাবি, নভোরোসিস্কে অবস্থানরত রাশিয়ার চারটি সাবমেরিনের মধ্যে একটি এখন অকার্যকর।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর :