Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির একটি আদালত এই রায় দিয়েছেন। মামলায় তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত স্থানান্তরের অভিযোগ তোলা হয়েছিলো। মোট ২৫টি অভিযোগে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে তাকে। অনাদায়ে ৪০ বছর অতিরিক্ত কারাভোগের সাজাও দেওয়া হয়েছে।
৭২ বছর বয়সী নাজিব রাজ্জাক ২০২২ সাল থেকে কারাবন্দি। এর আগে, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

সম্পর্কিত খবর :