২ লাখ সৈন্য যুদ্ধ ছেড়ে পালিয়েছে: ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী
রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই অনুমতি না নিয়ে প্রায় ২ লাখ ইউক্রেনীয় সৈন্য ছুটিতে গেছেন বলে জানিয়েছেন দেশটির নতুন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ। অর্থাৎ তারা আর যুদ্ধে যুক্ত থাকতে চান না।
বুধবার (১৫ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে তিনি এই তথ্য তুলে ধরেন। এছাড়া জানান, সামরিক পরিষেবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রায় ২০ লাখ নাগরিক।
ইউক্রেনের আইন অনুযায়ী—১৮ থেকে ৬০ বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনের আওতায় থাকতে হয় এবং সব সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয়। তবে সরাসরি যুদ্ধে মোতায়েনের আওতায় পড়েন ২৫ থেকে ৬০ বছর বয়সীরা। যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক আইন জারির ফলে ২৩ থেকে ৬০ বছর বয়সী, সামরিকভাবে যোগ্য পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও বাস্তবে অবৈধভাবে অনেকেই দেশ ছেড়ে গেছেন বলে অভিযোগ আছে।
ফোদোরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী। আগামী সপ্তাহে তিনি ৩৫ বছর বয়সী হবেন। তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দয়িত্ব নিয়েছেন।
এর আগে, ফোদোরভ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুদ্ধে ড্রোনের ব্যবহার তদারকি করতেন। বুধবার ভাষণে তিনি বলেন, 'ইউক্রেনের জনবল সমস্যা প্রযুক্তিগত অগ্রগতিকে আরও জটিল করে তুলছে'।
যুদ্ধে প্রযুক্তি নির্ভতার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'আরও রোবট মানে কম ক্ষতি, আরও প্রযুক্তি মানে কম মৃত্যু। ইউক্রেনীয় বীরদের জীবন সবচেয়ে মূল্যবান'।
তিনি বলেন, 'এখন ৫০০টি ইউক্রেনীয় কোম্পানি ড্রোন তৈরি করছে, ২০০টি ব্যবসা প্রতিষ্ঠান জ্যামিং সরঞ্জাম তৈরি করছে এবং ২০টিরও বেশি বেসরকারি মালিকানাধীন ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে'।
বুধবার (১৫ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে তিনি এই তথ্য তুলে ধরেন। এছাড়া জানান, সামরিক পরিষেবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রায় ২০ লাখ নাগরিক।
ইউক্রেনের আইন অনুযায়ী—১৮ থেকে ৬০ বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনের আওতায় থাকতে হয় এবং সব সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয়। তবে সরাসরি যুদ্ধে মোতায়েনের আওতায় পড়েন ২৫ থেকে ৬০ বছর বয়সীরা। যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক আইন জারির ফলে ২৩ থেকে ৬০ বছর বয়সী, সামরিকভাবে যোগ্য পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও বাস্তবে অবৈধভাবে অনেকেই দেশ ছেড়ে গেছেন বলে অভিযোগ আছে।
ফোদোরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী। আগামী সপ্তাহে তিনি ৩৫ বছর বয়সী হবেন। তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দয়িত্ব নিয়েছেন।
এর আগে, ফোদোরভ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুদ্ধে ড্রোনের ব্যবহার তদারকি করতেন। বুধবার ভাষণে তিনি বলেন, 'ইউক্রেনের জনবল সমস্যা প্রযুক্তিগত অগ্রগতিকে আরও জটিল করে তুলছে'।
যুদ্ধে প্রযুক্তি নির্ভতার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'আরও রোবট মানে কম ক্ষতি, আরও প্রযুক্তি মানে কম মৃত্যু। ইউক্রেনীয় বীরদের জীবন সবচেয়ে মূল্যবান'।
তিনি বলেন, 'এখন ৫০০টি ইউক্রেনীয় কোম্পানি ড্রোন তৈরি করছে, ২০০টি ব্যবসা প্রতিষ্ঠান জ্যামিং সরঞ্জাম তৈরি করছে এবং ২০টিরও বেশি বেসরকারি মালিকানাধীন ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে'।