কোরআন হাতে শপথ নিলেন নিউইয়র্কের নতুন মেয়র মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। স্থানীয় সময় বৃহস্পতিবার মামদানিকে শপথ পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশটির গুরুত্বপূর্ণ শহরটির ১১১তম মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন মামদানি।
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।
নিউইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইংরেজি নতুন বছরের প্রথম দিন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি।
তিনি একাধারে নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয়, মিলেনিয়াল ও মুসলিম মেয়র। বলাই বাহুল্য, তিনিই প্রথম মার্কিন মেয়র, যিনি কুরআন হাতে শপথ নিলেন।
৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট তার দাদার কাছ থেকে পাওয়া কুরআন ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধার করা ২০০ বছরের পুরনো কুরআন হাতে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন।
নিউইয়র্কের লাখো মুসলিমের জন্য এটি একটি গর্বের মুহূর্ত ছিল।