Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ইরানে চলমান বিক্ষোভের জবাবে যুক্তরাষ্ট্রকঠোর বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে।

রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন,বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। সামরিক বাহিনীও এটি দেখছে এবং আমরা খুব শক্ত বিকল্প নিয়ে ভাবছি। শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে

ট্রাম্প আরও জানান, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে যোগাযোগ করেছে এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে।

তবে তিনি সতর্ক করে বলেন,বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’ আল-জাজিরা সূত্রে এ খবর পাওয়া গেছে।

এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১১৬। তবে রোববার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই সংখ্যা হঠাৎ করেই কয়েকগুণ বেড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, অতিরিক্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে, যেগুলো এখনো যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। এসব তথ্য নিশ্চিত হলে মোট নিহতের সংখ্যা দাঁড়াবে ১ হাজার ১২৩ জনে।

সম্পর্কিত খবর :