যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন প্রাণহানি
উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে আশ্রয় সামগ্রী ও মানবিক সহায়তার ওপর ইসরায়েলের চলমান বিধিনিষেধে হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
আল জাজিরা-কে দেওয়া তথ্যে আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানায়, নিহত শিশুটির নাম ইউসুফ আহমেদ আল-শানদাঘলি। সে উত্তর গাজার জাবালিয়া আন-নাজলা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায়। তবে শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন অক্টোবর মাসে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যত উপেক্ষা করে গাজাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ইতোমধ্যে চার শতাধিক ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
এদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। দীর্ঘদিনের আগ্রাসনে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তার অভাবে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে তীব্র শীতে এক কিশোরী মারা গেছে।
অন্যদিকে, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, গাজা শহরের মধ্যাঞ্চলের ইয়ারমুক এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের পর উদ্ধারকারীরা মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছেন।
এই সব ঘটনায় গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে সতর্ক করছেন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।