Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

দুই ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির আমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। ফলে রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি।

বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ঈদ-উল-ফিতর হতে পারে আগামী ২০ মার্চ (শুক্রবার)। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং ২৭ মে (বুধবার) হবে ঈদ-উল-আযহা।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি নীতিমালা অনুযায়ী, রমজান যদি ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হয়। সে ক্ষেত্রে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি পেতে পারেন দেশটির বাসিন্দারা।

সম্পর্কিত খবর :