Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের ধাওয়া

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরেকটি জাহাজকে ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমনটাই জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। অঞ্চলটিতে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই অভিযান চলছে।

মার্কিন কর্তৃপক্ষ চলতি মাসে আরও দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে-এর একটি জব্দ করা হয় শনিবার।

এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রোববারের অনুসরণটি ছিল ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘ডার্ক ফ্লিট’-এর একটি নিষেধাজ্ঞাভুক্ত জাহাজকে ঘিরে।

তিনি বলেন, ‘জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছে এবং আদালতের জব্দাদেশ জারি রয়েছে।’

ওয়াশিংটন অভিযোগ করেছে, ভেনেজুয়েলা তেলের অর্থ ব্যবহার করে মাদক–সম্পর্কিত অপরাধে অর্থায়ন করছে। তবে ভেনেজুয়েলা এই ট্যাংকার জব্দের ঘটনাকে “চুরি ও অপহরণ” বলে অভিহিত করেছে।

সম্পর্কিত খবর :