Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ইরানি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে 'কঠোর পদক্ষেপের' হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | সংগৃহীত
ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে 'কঠোর পদক্ষেপ' নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান'।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশটির মিশিগান অঙ্গরাজ্যে এক ভাষণে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

এসময় তিনি ইরানিদের গুরুত্বপূর্ণ 'প্রতিষ্ঠান দখল' করার এবং 'খুনি ও নির্যাতনকারীদের' নাম মনে রাখার আহ্বান জানান। কারণ হিসেবে ট্রাম্প বলেন– তাদের 'খুব বড় মূল্য দিতে হবে'।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, 'সাহায্য আসছে'।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, 'বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না'।

ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, 'এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে'।

বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, 'যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে'।

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয় পক্ষই রয়েছে। তবে তিনি নিহতদের আলাদা কোনো পরিসংখ্যান বা বিস্তারিত কোনো তথ্য দেননি।

সম্পর্কিত খবর :