নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা
উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন।
ট্রাম্প বলেন, কমান্ডার ইন চিফ হিসেবে তার নির্দেশেই এই শক্তিশালী ও প্রাণঘাতী হামলা পরিচালিত হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় অবস্থানরত আইএস সন্ত্রাসীদের লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ সম্প্রতি নাইজেরিয়ার নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। এর জবাবে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একাধিক নিখুঁত হামলা চালিয়েছে।’ তবে ঠিক কোন লক্ষ্যবস্তুতে এবং কখন এই হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ট্রাম্প আরও বলেন, ‘আগে থেকেই সন্ত্রাসীদের সতর্ক করা হয়েছিল যে খ্রিস্টানদের হত্যাযজ্ঞ বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে।’
যুক্তরাষ্ট্রের আফ্রিকা অঞ্চলের সামরিক অভিযান তত্ত্বাবধানকারী বাহিনী আফ্রিকম জানিয়েছে, নাইজেরিয়ান কর্তৃপক্ষের অনুরোধেই এই বিমান হামলা চালানো হয়। তাদের বিবৃতিতে বলা হয়, অভিযানে আইএসের একাধিক সদস্য নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যমে নাইজেরিয়ান সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।