নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
সোমবার (১২ জানুয়ারি) ইরানে মার্কিন ভার্চুয়াল দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। তাই নাগরিকদের বিকল্প যোগাযোগের মাধ্যম ঠিক রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপদ হলে আর্মেনিয়া অথবা তুরস্ক দিয়ে স্থলপথে ইরান ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া ইরানে অবস্থিত মার্কিন নাগরিকরা গ্রেপ্তার, আটক অথবা জিজ্ঞাবাদের ঝুঁকিতে রয়েছেন বলেও সতর্ক করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের দূতবাস আরও জানায়, যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের নাগরিকত্ব ধারণ করেন, তাদের ইরান ছাড়তে হলে অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। কারণ তেহরান সরকার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না।
এদিকে গতকাল পর্যন্ত ইরানে বিক্ষোভ পরিস্থতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে দেশটির সরকার। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত।
সোমবার (১২ জানুয়ারি) ইরানে মার্কিন ভার্চুয়াল দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। তাই নাগরিকদের বিকল্প যোগাযোগের মাধ্যম ঠিক রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপদ হলে আর্মেনিয়া অথবা তুরস্ক দিয়ে স্থলপথে ইরান ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া ইরানে অবস্থিত মার্কিন নাগরিকরা গ্রেপ্তার, আটক অথবা জিজ্ঞাবাদের ঝুঁকিতে রয়েছেন বলেও সতর্ক করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের দূতবাস আরও জানায়, যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের নাগরিকত্ব ধারণ করেন, তাদের ইরান ছাড়তে হলে অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। কারণ তেহরান সরকার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না।
এদিকে গতকাল পর্যন্ত ইরানে বিক্ষোভ পরিস্থতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে দেশটির সরকার। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত।