নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৩০ ক্যাথলিক স্কুলশিশু উদ্ধার
নাইজেরিয়ায় সশস্ত্র হামলাকারীদের অপহরণের শিকার হওয়া ১৩০ জন ক্যাথলিক স্কুলশিশুকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। গত নভেম্বরে তাদের স্কুল থেকে অপহরণ করা হয়েছিল। এর আগে চলতি মাসে আরও ১০০ শিক্ষার্থী মুক্তি পায়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের মুখপাত্র সানডে ডারে জানান, নাইজার রাজ্যের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্তি পেয়েছে, এখন আর কেউ বন্দিদশায় নেই।
নভেম্বরের শেষ দিকে উত্তর-মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যে অবস্থিত সেন্ট মেরিস সহশিক্ষা আবাসিক স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী ও কর্মচারীকে অপহরণ করা হয়।
এই হামলাটি ২০১৪ সালে বোকো হারাম গোষ্ঠীর হাতে চিবোক শহরে স্কুলছাত্রী অপহরণের ঘটনার স্মৃতি মনে করিয়ে দেয়, যা সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া বর্তমানে একাধিক পরস্পর–সংযুক্ত নিরাপত্তা সংকটে ভুগছে—উত্তর–পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং উত্তর–পশ্চিমাঞ্চলে সশস্ত্র ডাকাতচক্রের সহিংসতা চলছে।
তবে পুরো ঘটনার সময়জুড়ে সেন্ট মেরিস স্কুল থেকে ঠিক কতজন শিশুকে অপহরণ করা হয়েছিল, তা স্পষ্টভাবে জানা যায়নি।