Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকোর বিমান বিধ্বস্ত, নিহত ৫

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।বিমানটিতে যাত্রী ছিল আট জন।

সোমবার(২২ ডিসেম্বর) অগ্নিদগ্ধ রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এই বিমান বিধ্বস্ত হয়।বিমানটিমূলতগুরুতরদগ্ধশিশুদেরসুচিকিৎসারলক্ষ্যেএকটিমেক্সিকানফাউন্ডেশনেরসঙ্গেসমন্বয়করেপরিবহণমিশনেঅংশনিয়েছিল।

মেক্সিকান নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছেন। যার মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক ব্যক্তি ৷ বেসামরিক যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল।

মার্কিন কোস্টগার্ডের পেটি অফিসার লুক বেকার দ্য অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানে কমপক্ষে পাঁচজন মারা গেছেন, তবে তিনি কোনো যাত্রীদের শনাক্ত করেননি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

মেক্সিকানমেরিনকর্পসএইমর্মান্তিকদুর্ঘটনায়প্রাণহারানোদেরপরিবারেরপ্রতিগভীরসমবেদনাজানিয়েছে।

সম্পর্কিত খবর :