মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। বুধবার (১৪ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য জানায়, রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর এই সতর্কবার্তা দিলো তেহরান।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্কসহ এ অঞ্চলে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে তেহরান।'
তিনি আরও বলেন, 'এ ব্যাপারে ওইসব দেশকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে এবং ওয়াশিংটনকে হামলা থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে।'
এদিকে ইসরায়েলি সূত্রের বরাতে বেশ কিছু গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলা চালানোর ব্যাপারে মনস্থির করেছেন। তবে কবে কখন কীভাবে তা করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
সেই ইরানি কর্মকর্তা আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগ স্থগিত করা হয়েছে।