Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত মো. রনি | ছবি : সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রনি (২২)। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির টহলদল নিয়মিত দায়িত্ব পালনের সময় সীমান্ত পিলার ৯০২-এর কাছে গুলির শব্দ শুনতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে দৌঁড়ে পালাতে দেখা যায় এবং সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়।

আহত যুবককে তাৎক্ষণিকভাবে বিজিবির তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়।

বিজিবি জানায়, মো. রনি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত। এর আগেও গত ২২ ডিসেম্বর বিএসএফের ছররা গুলিতে তিনি আহত হয়েছিলেন এবং তখন থেকে আত্মগোপনে ছিলেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকা হতাশাজনক। এসব অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।

সম্পর্কিত খবর :