Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

১১ দলীয় জোট থেকে বের হওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ | ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠা থেকে বেরিয়ে গিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন করছে। তারা প্রচলিত শাসন প্রতিষ্ঠা করতে চায়, যার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবে।’

তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে যেসব ইসলামী দল আছে তাদের প্রতি আমাদের আহবান থাকবে তারা যেনো জামায়াতের কাছে জানতে চায় তারা কোন পদ্ধতিতে দেশ চালাবে। কারও প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আরও বলেন, ‘নির্বাচনের আগেই জামায়াত বিএনপির সঙ্গে মিশে ঐক্যের সরকার গঠনের কথা বলছে। তাহলে কি একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে, সেই আশঙ্কা তৈরি হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী সমঝোতার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘শুক্রবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতার বিষয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।’

সম্পর্কিত খবর :