Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আমাকে মাননীয় বলবেন না: সাংবাদিকদের তারেক রহমান

রাজধানীর বনানী শেরাটন হোটেলে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি : ভিডিও থেকে সংগৃহীত
বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।’

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা উল্লেখ করেন।

ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।’

বিএনপির চেয়ারম্যান বলেন, আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণ মন দেশেই ছিল।

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।

সম্পর্কিত খবর :