মাগুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার
পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।