চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া সম্মেলনে পৌনে ৬ হাজার সদস্য অংশ নিয়েছেন। যাদের সরাসরি ভোটে শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবে।
জুলাই বিপ্লবে প্রাণ হারানো মুনতাসির আলিফের বাবা সম্মেলনের উদ্বোধন করেন। এছাড়া ওসমান হাদির বড় ভাই তার বক্তব্যে নিজের জীবনের শঙ্কা প্রকাশ করে হাদি হত্যার বিচার চান।
শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘একাত্তরের চেতনার নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী দেশে গুম, খুন, লুটপাট ও শিবিরের নেতাকর্মীদের হত্যার উপযোগী বলে প্রতিষ্ঠিত করেছিলো।’
জুলাই ছাড়াও ১৯৭৭ সাল থেকে প্রতিপক্ষ বিভিন্ন সংগঠনের হাতে নিহত ২৩৮ জনের হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া উপস্থিত হয়েছেন তুরস্ক, ফিলিস্তিন, মালয়েশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা।
গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। সভাপতিসহ বর্তমান কমিটির বেশ কয়েকজনের ছাত্রত্ব শেষ হওয়ায় তারা বিদায় নেবেন বর্তমান কমিটি থেকে।
বিস্তারিত দেখুন ভিডিওতে: