তারেক রহমানের আগমন ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এমন দৃশ্য দেখা যায়।
এ উপলক্ষে জিয়া উদ্যান-সংলগ্ন সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে।
এদিকে তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে।
জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এরই মধ্যে গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে বাসা থেকে বের হয়ে রওনা দেন তিনি। সেখানে ফাতিহা পাঠ ও কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিকে, জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটল পর্যন্ত প্রায় দশ হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এছাড়া বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ফেসস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে আসছেন।
এসময় সাভার পৌর বিএনপির সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। সে আজকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আমরা এখানে এসেছি।’
বিএনপির সমর্থক আমিনুল বলেন, ‘আমি ঢাকার ধামরাইয়ের থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি। তারেক রহমান বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেছেন। আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন, তাই আমরাও সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।’
অপর দিকে মতিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘আমি বিএনপিকে সমর্থন করি এবং দলকে ভালোবাসি। আজ আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিসৌধ আসবেন। তাই তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি।’
বিস্তারিত দেখুন ভিডিওতে: