ওসমান হাদির মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলনের শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় রাজনৈতিক ও কালচারাল আধিপত্যবাদ বিরোধী একজন সাহসী, সংগ্রামী ও আপোষহীন চেতনার প্রতীক ছিলেন শরীফ ওসমান হাদি। যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের পথে নিজের জীবন উৎসর্গ করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদী তথা মুক্তির যে লড়াইয়ের বার্তা তিনি দিয়েছেন সে লড়াই প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে। তার আদর্শ, ত্যাগ ও আত্মনিবেদন আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।