Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

খালেদা জিয়া জনগণের মনের কথা বুঝতেন: মঈন খান

ড. আব্দুল মঈন খান | ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া জনগণের মনের কথা বুঝতেন। জনগণের প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। জনগণের শক্তিই ছিল তার শক্তি। তার জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় নেত্রী ছিলেন।’

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া কখনও অন্যায়, নির্যাতন কিংবা স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। তিনি তার পুরো জীবন বাংলাদেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন।’

বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে সংগ্রাম করেছেন। তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব আবার কখন ফিরে পাওয়া যাবে, তা আমরা জানি না।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, তার সবগুলোতেই বিজয়ী হয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে এমন আর কোনো নেতা নেই, যিনি জীবনের সব নির্বাচনে জয়ী হয়েছেন।’

জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজিত এই শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনপিপি’র মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং এনডিপি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল।

সম্পর্কিত খবর :