ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, দিলেন ধন্যবাদ
দেড় যুগ পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকেই ফোন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। ফোনে সকল কিছুর জন্য দিয়েছেন ধন্যবাদ।
তার সেই ফোনালাপের একটি ভিডিও তারেক রহমানের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।
তারেক রহমানকে সেখানে বলতে শোনা যায়–
‘জি জি... আমার জন্য আমার... জি জি... আপনার শরীর কেমন আছে?’
‘হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন।’
তিনি আরও বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। অ্যান্ড উই আর থ্যাংক ইউ সো মাচ... থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজনের জন্য।’
তাকে বলতে শোনা যায়, ‘নিশ্চয়ই, নিশ্চয়ই। জি নিশ্চয়ই... ইনশাল্লাহ... ইনশাল্লাহ।’
তবে অন্যপাশ থেকে ড. ইউনূস কী বলছিলেন, তা ওই ভিডিওতে শোনা যায়নি।