কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে দায় তাকেই নিতে হবে: মির্জা আব্বাস
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে তার দায় তাকেই নিতে হবে।’
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে তার নির্বাচনি এলাকায় উপস্থিত সাংবাদিকদের সামনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আমরা যেন তাদের প্রতিবাদ করি। কিন্তু আমরা কোনো উসকানিতে পা দেব না।’