Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসিতে বিএনপির উদ্বেগ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: ভিডিও থেকে নেওয়া
পোস্টাল ব্যালট ও নির্বাচনী আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে একাধিক উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরেছে বিএনপি। বিষয়গুলো নিয়ে দলের পক্ষ থেকে সিইসির সঙ্গে কথা বলেছে বিএনপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃতাধীন প্রতিনিধি দল। তারা বিভিন্ন বিষয় নিয়ে ইসির সঙ্গে কথা বলেন।

পরে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এসেছিলাম কিছু আইনি বিষয় ও আচরণবিধি নিয়ে কথা বলতে। কমিশনকে কিছু আইনি ব্যাখ্যা দিয়েছি আর কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি।’

তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট নিয়ে আগের মতই উদ্বেগ প্রকাশ করেছি। কাজটা ঠিকমত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে ইসির কাছে উত্তর দিতে হবে। যে ভুলভ্রান্তি হচ্ছে তাতে বিএনপি ভিকটিমাইজড। ইসিকে বলেছি এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে।’

তিনি বলেন, ‘কোথাও কোথাও একজনের পোস্টাল ব্যালট আরেকজন গ্রহণ করেছেন। আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ বিষয়ে ইসির কাছে ব্যাখা চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম-প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা নির্বাচনকে যাতে কঠিন না করি। আরও দুই একটি বিষয়ে কথা বলেছি, যা গণমাধ্যমে বলা যাবে না। আপিল শুনানি নিয়েও কিছু কথা হয়েছে।’

তিনি বলেন, ‘ভোটার স্লিপ প্রদান নিয়ে বলেছি। ভোটার স্লিপে পার্টির নাম, প্রার্থীর নাম থাকলে সহজ হয়। তাদেরকে স্লিপে এসব অন্তর্ভুক্ত করতে বিবেচনা করতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘আচরণবিধির কারণে নয়, ইসির অনুরোধে চেয়ারপারসনের সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে অন্যান্য দল কুৎসা রটাচ্ছে। সেটাই আচরণবিধি লঙ্ঘন।’

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে ভিডিও দিচ্ছে তাতে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। তবে এই বিষয়ে ইসি নির্বিকার।’

সালাহউদ্দিন আহমেদের নেতৃতাধীন প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সম্পর্কিত খবর :