প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দুই ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ জনের মামলার রায়ের দিন আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ঠিক করেন।
এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। দুদকের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন।
শেখ হাসিনা, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৭ আসামি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তিউপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণণ করতে পারেনি উল্লেখ করে তার খালাস প্রার্থণা করেন তিনি। উভয়পক্ষের শুনানি অন্তে আদালত ২ ফেব্রুয়ারি রায়ের দিন রাখেন।