Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

১১ দলের ঐক্য নির্বাচনী নয়, এটা দেশ গড়ার ঐক্য: জামায়াত আমীর

১১ দলের সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াত আমীর | ভিডিও থেকে নেয়া
১১ দলের ঐক্য শুধু নির্বাচনী নয় এটা দেশ গড়ার ঐক্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, '৫৪ বছরের রাজনীতির ঘুনে ধরা অবস্থা থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। ১১ দলে কেউ কাউকে সিট দেয়নি। আলাপ আলোচনার মাধ্যমে আসন সমঝোতা হয়েছে'।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলের পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন জামায়াত আমীর। এসময় সেখানে উপস্থিত ছিল না ইসলামী আন্দোলন।

তিনি বলেন, 'আমরা খুন, দুর্নীতির রাজনীতি দেখতে চাই না। আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে চাই। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার জন্য আমরা একত্রিত হয়েছি'।

তিনি আরও বলেন, 'অতীতের মতো 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' আমরা দেখতে চাই না। তা বরদাশত করা করা হবে না। আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই'।

একটি 'নতুন বাংলাদেশ' গড়ার মধ্য দিয়ে ৪৭, ৭১ এবং ২৪ সালে শহীদদের ঋণ শোধ করতে চান বলেও জানান জামায়াতের আমীর শফিকুর রহমান। তিনি বলেন, 'ওসমান হাদি ছিলেন বিপ্লবের আইকন। জনতার কণ্ঠস্বর। তাকে কারা হত্যা করেছে, জাতি তা জানে। আমরা হাদি হত্যার বিচার চাই'।

এসময় এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদবলেন, 'বর্তমানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।এটা যদি নিশ্চিত করতে না পারে তাহলে বর্তমান কমিশনকেও আগের অন্যান্য কমিশনের মত জেলে যেতে হবে'।

সম্পর্কিত খবর :