Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সংগঠনের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ। পদত্যাগপত্রে রাশেদ খাঁন বলেন, ‘সংগঠনের স্বার্থে তার কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে সে জন্য তিনি ক্ষমাপ্রার্থী।’ ভবিষ্যতে দলের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান।

দলীয় সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ–৪ আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দিয়েছে। ওই আসনে ধানের শীষ প্রতীকে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ–৪ আসনে মো. রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রঅধিকার পরিষদ থেকে শুরু করে গণঅধিকার পরিষদ পর্যন্ত রাশেদ খানের যে রাজনৈতিক যাত্রা এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র আন্দোলনে তার সাহসী ভূমিকা, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান গুরুত্বপূর্ণ।’

সম্পর্কিত খবর :