Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

খালেদা জিয়ার জানাজা কে পড়াবেন, জানালেন মির্জা ফখরুল

সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজার ইমামতি কে করবেন, তা চূড়ান্ত করেছে বিএনপি ও অন্তর্বর্তী সরকার। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে খালেদা জিয়ার শেষ বিদায়ের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

মির্জা ফখরুল জানান, জানাজা শেষে তাকে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা এই নেত্রীর প্রতি সম্মান জানিয়ে জানাজা ও দাফন প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানাজা ও দাফন প্রক্রিয়ার সময় নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার বিশেষ অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হওয়ার নয়। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের সামনের দিকে এগোতে হবে।

জানাজা ও দাফনের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ইতিমধ্যেই সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজার প্রস্তুতি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর বিদায় অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সম্পর্কিত খবর :