Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

ছবি: সংগৃহীত

২০২৬ সালের জন্য বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।এর আগে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া সম্মেলনে পৌনে ৬ হাজার সদস্য অংশ নিয়েছেন। যাদের সরাসরি ভোটে শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছে।

এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি সেক্রেটারি মনোনীত করেন।এর আগে সিবগাতুল্লাহ কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে প্রাণ হারানো মুনতাসির আলিফের বাবা।

ছাত্রশিবিরেরনতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।




সম্পর্কিত খবর :