ঢাকা-৬
ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ আসনে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৬ আসন থেকে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। সেখানে জামায়াতের প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরাও ছিলেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতয়ালি (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়তে যাচ্ছেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ নির্বাচনে এবারই প্রথম প্রার্থী হচ্ছেন তিনি।