Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সময়টা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁক: জামায়াত আমীর

জামায়াত ইসলামীর আমরী ডা. শফিকুর রহমান | সংগৃহীত
বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমরী ডা. শফিকুর রহমান। সময়টা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁক বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

জামায়াত আমীর তার স্ট্যাটাসে বলেন, 'সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে'।

তিনি বলেন, 'আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ'।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ দলের মধ্যে জামায়াতের সঙ্গে আট দলের আসন সমঝোতা হয়ে গেছে। কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সম্পর্কিত খবর :