Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বাবার কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধের পথে তারেক রহমান

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে রওনা দিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে তিনি তার বাবার কবর জিয়ারত শেষে সাভারের উদ্দেশে রওনা দেন।

তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগরের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত বিভিন্ন ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ করে জনসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে সকাল থেকেই সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে বিএনপির নেতাকর্মীদের স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে দেখা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

সম্পর্কিত খবর :