১১ দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলনে নেই ইসলামী আন্দোলন
জামায়াতে ইসলামীসহ ১১ দলের ডাকা সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানা গেছে, জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে আজ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ।
এদিকে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন ইতোমধ্যে শুরু হয়েছে।