আসন সমঝোতার পর পদত্যাগ করেছেন এনসিপির যেসব নেতা
জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতা মানতে না পেরে দল ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা।
শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত প্রায় নয়জন এনসিপি নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা নয়জন হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ, তাজনূভা জাবিন, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, মুশফিকুস সালেহীন, আরিফ সোহেল, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন, কেন্দ্রীয় সদস্য আহমেদ আল আমিন এবং আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভুঁইয়া।