‘গানম্যান’ পাচ্ছেন এনসিপির শীর্ষ ৬ নেতা
জুলাইযোদ্ধা, সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির ছয় শীর্ষ নেতা এখন থেকে ‘গানম্যান’ সুবিধা পাবেন।
সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্র জানিয়েছে, এ তালিকায় আছেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আখতার হোসেন, তাসনিম জারা,নাসিরুদ্দিন পাটওয়ারী এবংসারোয়ার তুষার।