Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সন্ধ্যায় এভারকেয়ারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তার বিভিন্ন নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে দীর্ঘ চিকিৎসা শেষে খালেদা জিয়া গত ৬ মে সকালে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। চিকিৎসা গ্রহণের সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান (তারেক রহমানের স্ত্রী) ও সৈয়দা শামিলা রহমান (আরাফাত রহমান কোকোর স্ত্রী)। তারা ওইদিন একই ফ্লাইটে ঢাকায় আসেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস, হার্ট, কিডনি এবং ফুসফুসজনিত সমস্যা ছাড়াও তার আরও কিছু দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা রয়েছে। এসব রোগের চিকিৎসা ও নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি সময় সময় হাসপাতালে যান।

সম্পর্কিত খবর :