Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

হাদি হত্যার বিচার দাবি

ফের ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ (ভিডিও)

ভিডিও থেকে নেওয়া

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্ৰসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে সংগঠনটি।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগে এসে অবস্থান নেয়।

এসময় আন্দোলনকারীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদির রক্ত , বৃথা যেতে দেব না’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপোষ না সংগ্ৰাম , সংগ্ৰাম সংগ্ৰাম’, ‘হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।


এর আগে, দুপুরে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে শাহবাগ শহিদ হাদি চত্বরে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হয়।

বিস্তারিত দেখুন ভিডিওতে:


সম্পর্কিত খবর :