Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বিএনপির প্রার্থী জালাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জালাল উদ্দিন | সংগৃহীত
দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জালাল উদ্দিন ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধি বর্হিভূত অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে এনে বৈধতা প্রদানের চেষ্টা করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করা অভিযোগও রয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে হিসাবসমূহের তথ্য পাওয়া যায়। বিপুল পরিমাণ অর্থ লেনদেনের বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. জালাল উদ্দিন মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে উল্লিখিত ব্যাংক হিসাবসমূহে লেনদেন করেছেন। যেকোন সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সমূহ সম্ভাবণা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। এজন্য তার ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর একই অভিযোগে চাঁদপুর-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

সম্পর্কিত খবর :