Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঢাকা-৯

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা | ছবি: ভিডিও থেকে নেওয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল আবেদনের শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

পরবর্তীতে প্রার্থিতা ফেরত চেয়ে গত সোমবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের যে আপিল, সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম আমার সেই প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে অন্যরকম একটা অভিজ্ঞতার মধ্যদিয়ে গিয়েছি। দেশে-বিদেশে অনেকে শুভ কামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় কারও সঙ্গে কথা বলছিলাম কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। তাদের সকলকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘সকলের সমর্থনেই ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। দেশে-বিদেশে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এখন প্রতীকের জন্য আবেদন করতে পারব। সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা। আমরা সেটা নিয়ে আবেদন করব। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, উনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন।’

সম্পর্কিত খবর :