Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী মিজান

বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী | সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের পক্ষে নির্বাচনে কাজ করবেন বলেও জানিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরের দিন তিনি মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে শুক্রবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন তারেক রহমান।

এদিকে মিজান চৌধুরী সন্ধ্যায় তার ফেসবুক পোস্টে লিখেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি৷ আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তার গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন।’

‘আপনাদের ভালবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতিনির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লিখেন, ‘জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবেন। কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।’

অতীতে যেভাবে সুখে-দুঃখে পাশে ছিলেন ভবিষ্যতেও সেভাবে থাকার প্রতিশ্রুতি দেন মিজান।

সম্পর্কিত খবর :